সংবাদ কলকাতা: ব্রিজ এবং রেললাইন মেরামতির কাজের জন্য শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৮টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে দমদম-নৈহাটি শাখায়। রেল কর্তৃপক্ষ জনিয়েছে, শনিবার আপ ও ডাউন লাইনে ২টি করে শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-শান্তিপুর ও একটি কল্যাণী সীমান্ত-নৈহাটি যাওয়ার ট্রেন বাতিল করা হয়েছে।
পরের দিন রবিবার ১০টি শিয়ালদহ-নৈহাটি, ৬টি শিয়ালদহ-রানাঘাট, ৮টি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, ৪টি শিয়ালদহ-বারাকপুর, ৪টি শিয়ালদহ-শান্তিপুর, ২টি শিয়ালদহ-কৃষ্ণনগর, দু’টি শিয়ালদহ-গেদে ও একটি নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল বন্ধ থাকবে। তবে এই দু’দিন বারাকপুর স্টেশন থেকে বেশ কিছু ট্রেন চালানো হবে। যাত্রী সাধারণের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
অর্থাৎ শনিবার ৩১৪৪৩ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল, ৩১৪৫০ ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল, ৩১৬২৯ আপ শিয়ালদা-রানাঘাট লোকাল, ৩১৬৩৬ ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল, ৩১৫৩৯ আপ শিয়ালদা-শান্তিপুর লোকাল, ৩১৫৪০ ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল, ৩১১৯২ আপ কল্যানী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল থাকবে।
আর রবিবার ৩১৪১১, ৩১৪৭১, ৩১৪১৫, ৩১৪১৯, ৩১৪২৯ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল। বাতিল থাকবে ৩১৪১৪, ৩১৪১৮, ৩১৪২০, ৩১৪২৬, ৩১৪৩৬ ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল। বাতিল থাকবে ৩১৬১১, ৩১৬১৫, ৩১৬১৭ আপ শিয়ালদা-রানাঘাট লোকাল। বাতিল থাকবে ৩১৩১৪, ৩১৩১৮, ৩১৩৩০, ৩১৩৩৪ ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল। আরও বাতিলের থাকবে ৩১২৩৩, ৩১২৬১ আপ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল। ৩১২৩২, ৩১২৩৬ ডাউন ব্যারাকপুর-শিয়ালদা লোকাল বাতিল থাকবে।
এছাড়াও ৩১৫১৩, ৩১৫২৫ আপ শিয়ালদা-শান্তিপুর লোকাল।; ৩১৫১৪, ৩১৫২৮ ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল। বাতিল থাকছে ৩১৮১৫ আপ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল, ৩১৮১৪ ডাউন কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল; বাতিল থাকবে ৩১৯১৩, ৩১৯১৪ আপ ও ডাউন শিয়ালদা গেদে লোকাল। বাতিল থাকবে ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল বাতিল থাকবে বলে জানানো হয়েছে।