21 C
Kolkata
December 25, 2024
খেলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অ্যারন ফিঞ্চ

সিডনি, ৭ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। তিনি অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার ক্রিকেটে অন্যতম সফল ব্যক্তি। তাঁর হাত ধরেই ২০২১ সালে প্রথম টি২০ বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে ওয়ান ডে ফরম্যাট থেকে অবসর নিয়েছেন অ্যারন। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর গ্রহণ করলেন তিনি। সম্প্রতি ভারতে এসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজের আগে ফিঞ্চের অবসরের ঘোষণা অস্ট্রেলিয়ার টিমের (Cricket Australia) ওপর যথেষ্ট প্রভাব ফেলবে মনে করা হচ্ছে।

ফিঞ্চের ঝুলিতে রয়েছে ৮,৮০৪ রান। অস্ট্রেলিয়ার জার্সিতে ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় তাঁর। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁর। রয়েছে দুটি টি-২০ সেঞ্চুরি। গত বছর সেই একদিনের ক্রিকেট থেকে অবসর গ্রহণের সময় ফিঞ্চ ইঙ্গিত দেন, ২০২৩ বিশ্বকাপে নিজেকে দেখতে পাচ্ছেন না। অর্থাৎ এবারই যে অবসর নেবেন, সেটা অনেক আগে থেকেই ভেবে রেখেছিলেন ফিঞ্চ।

তিনি অবসর গ্রহণের ঘোষণা করতে গিয়ে বলেন, “২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলতে পারবল না। এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর এবং টিমকে আগামীর পরিকল্পনা করার সময় দেওয়ার। আমি নিজের পরিবার এবং বিশেষ করে স্ত্রী এমি, সতীর্থরা, ক্রিকেট ভিক্টোরিয়া, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দিতে চাই। যারা আমাকে ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছিলেন। আমার আন্তর্জাতিক কেরিয়ার জুড়ে যে অনুরাগীরা আমাকে সমর্থন জুগিয়ে এসেছেন তাঁকে ধন্যবাদ জানাই।”

Related posts

Leave a Comment