21 C
Kolkata
December 26, 2024
দেশ

কর্নাটকে একই হোস্টেলের ১৩৭ জন পড়ুয়া একসঙ্গে অসুস্থ

মেঙ্গালুরু, ৭ ফেব্রুয়ারি: খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ একই হোস্টেলের শতাধিক পড়ুয়া। গতকাল কর্ণাটকের মেঙ্গালুরুতে শক্তিনগরের একটি বেসরকারি হোস্টেলে ঘটেছে এই ঘটনা। রাতের খাবার খেয়েই ঘটে এই বিপত্তি। অসুস্থ হয়ে পড়েন ১৩৭ জন নার্সিং ও প্যারামেডিক্যাল পড়ুয়া। সোমবার রাতেই তাঁদেরকে মেঙ্গালুরুর কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, গতকাল রাত দুটো নাগাদ একই সঙ্গে শতাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ করেই তাঁদের পেটে ব্যথা ও বমি শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। সেখানেই তাঁরা এখন চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটেছে। যদিও অসুস্থতার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তাঁরা এখন সবাই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

এদিকে কী কারণে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে বলে মেঙ্গালুরু প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রয়োজনে খাদ্যের নমুনা পরীক্ষা করা হতে পারে। ডাকা হতে পারে ফরেনসিক বিশেষজ্ঞদেরও।

Related posts

Leave a Comment