সংবাদ কলকাতা, ৬ জানুয়ারি: আজ সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এক্সাইড মোড় সংলগ্ন একটি টায়ারের শো-রুমে। শো-রুমের পিছনের একটি গোডাউনেও মজুত ছিল প্রচুর টায়ার। সেখানেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। শোরুমের টায়ারে আগুন লাগতেই কালো ধোঁয়ার কুন্ডলিতে ঢেকে যায় গোটা এলাকা। শোরুমের মধ্যে আটকে পড়েন এক বৃদ্ধ। তাঁকে পরে উদ্ধার করা সম্ভব হয়।
এদিকে সমস্যায় পড়েন অফিসযাত্রীরা। যান চলাচলেও নিয়ন্ত্রণ করা হয়। বহু গাড়ি ঘুরিয়ে অন্যপথে পাঠিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে গিয়ে বিপাকে পড়েন দমকল কর্মীরা। অবশেষে মাস্ক পরে কাজ শুরু করেন তাঁরা। কয়েক ঘন্টার চেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শো-রুমের ওপরের দুটি ফ্লোরে ছিল কয়েকটি অফিস। শোরুমে আগুন লাগতেই অফিসগুলিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে আসেন অফিসকর্মীরা। ততক্ষণে শোরুমের আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায়।
তবে কী কারণে শোরুমে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে দমকলবাহিনী।
