24 C
Kolkata
December 26, 2024
টিউশন

Turkey Earthquake: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত ৬৪০, আহত দুই হাজারের বেশি

সংবাদ কলকাতা, ৬ জানুয়ারি: প্রায় একই সঙ্গে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে পর পর দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে নুরদাগি শহর। প্রথমটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮। আর দ্বিতীয়টির মাত্রা ছিল ৬.৭। এর সঙ্গে সঙ্গে সিরিয়া, লেবানন ও সাইপ্রাসেও জোরাল ভূকম্পন অনুভূত হয়। গত প্রায় ৮৩ বছরের মধ্যে এত শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়নি।

এই ভূকম্পনে এখনও পর্যন্ত ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮৪ জনের মৃত্যু হয়েছে তুরস্কে। সেখানে এখনও পর্যন্ত ২,৩২৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি, সিরিয়ায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৬০০ জন। উভয়ক্ষেত্রে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সেজন্য মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছে বহু মানুষ।

জানা গিয়েছে, তুরস্কের নুরদাগি শহরে ভূপৃষ্ট থেকে প্রায় ৯ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এদিন ভোরে সবাই যখন ঘুমিয়েছিল, সেই সময় প্রথম ভূকম্পন অনুভূত হয়। এর ১৫ মিনিট পরে কিছু বুঝে ওঠার আগেই আফটার শক হয়। ভেঙে পড়ে প্রায় ১৪০টি বাড়ি। মানুষ আত্মরক্ষার জন্য উপযুক্ত প্রস্তুতি নিতে পারেনি। ফলে মৃতের সংখ্যা বেড়ে যায়। ঘটনার পর জোরকদমে উদ্ধারের কাজ চলছে। উদ্ধার করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদেরও।

Leave a Comment