মুম্বই: প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে গার্হস্থ্য অপরাধের অভিযোগ উঠল। এব্যাপারে তাঁর স্ত্রী আন্দ্রেয়া বান্দ্রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ও ৫০৪ ধারায় কাম্বলির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, গত শনিবার রাত ১টা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলে তার প্রতিবাদ করেন কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট। এরপর মত্ত অবস্থায় স্ত্রীকে মারধর, গালিগালাজ ও হেনস্থা করেন বলে অভিযোগ। এমনকি রান্নাঘরের ফ্রায়িং প্যান দিয়ে তাঁর স্ত্রীর মাথায় আঘাত করতে যান বলে অভিযোগ করেছেন আন্দ্রেয়া। এজন্য ঘটনার পর আন্দ্রিয়া প্রথমে ভাবা হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে রবিবার বান্দ্রা থানা তাঁকে নোটিশ পাঠিয়ে তলব করলেও তিনি হাজির হননি। তাঁর ফোনটাও সুইচড অফ বলে জানা গিয়েছে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁর বয়ান রেকর্ড করবে পুলিশ।
কাম্বলির স্ত্রীর অভিযোগ, ‘শান্ত করার চেষ্টা করেও আমি এবং ছেলে সফল হইনি। কোনও কারণ ছাড়াই আমাদের দু’জনকে অকথ্য গালিগালাজ করতে শুরু করে। আমাদের মারধর করতে শুরু করে। রান্নাঘর থেকে ফ্রাইং প্যান নিয়ে ছুঁড়ে মারে আমাকে। তারপরেও থামেনি। ক্রিকেট ব্যাট দিয়েও মারধর করে আমাদের। কোনওভাবে ওকে থামিয়ে ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি।’
রবিবার দুপুরে কাম্বলির ফ্ল্যাটে যান বান্দ্রা থানার দু’জন পুলিশ আধিকারিক। বধূ নির্যাতনের অভিযোগে কাম্বলিকে নোটিশ ধরানো হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যে থানায় এসে বয়ান রেকর্ড করতে হবে। এফআইআরে কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইটের অভিযোগের ভিত্তিতে কাম্বলিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
প্রসঙ্গত প্রায়ই বিতর্কে জড়িয়ে পড়েন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। কিছুদিন আগে চাকরির খোঁজ করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। এবার গার্হস্থ্য হিংসার দায়ে অভিযুক্ত হলেন এই বিতর্কিত ক্রিকেটার।