মুম্বই, ৩ ফেব্রুয়ারি: আগামী ৬ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। কিন্তু, সেই বিয়ের অনুষ্ঠান হতে চলেছে এক রাজকীয় পরিবেশে। জয়সলমেরের রাজকীয় প্রাসাদে বসছে তাঁদের বিয়ের আসর। যা বর্তমানে বুটিক হোটেলে রূপান্তরিত করা হয়েছে। এই প্রাসাদোপম বাড়িটি ভাড়া নিয়েছেন তাঁরা। যার নাম সূর্যগড় প্রাসাদ। যদিও এই হবু দম্পতি বিষয়টি নিয়ে একদম মুখ খোলেননি। কিন্তু সূর্যগড় প্রাসাদের পক্ষ থেকে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডি-ডে সম্পর্কে বিশদে ভাগ করে নেওয়া একটি পোস্টে আভাস দেওয়া হয়েছে।
প্রসঙ্গত আগামী ৪ থেকে ৬ ফেব্রুয়ারি চলবে বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠান। সেজন্য এই প্যালেসের প্রায় ৮০টি ঘর বুক করা হয়েছে। সেখানে ১০০ অতিথি থাকবেন। সূর্যগড় প্রাসাদের অফিসিয়াল ওয়েবসাইট মতে মোট ৮টি ক্যাটাগরির রুম রয়েছে এখানে। যার ন্যূনতম ভাড়া ২৮ হাজার টাকা। এছাড়াও জয়সেলমের হাভেলির এক রাতের জন্য ভাড়া ৯৫ হাজার, সূর্যগড় স্যুটের এক রাতের ভাড়া ৭৫ হাজার। সবচেয়ে দামি ঘরের ভাড়া এক লক্ষ ত্রিশ হাজার টাকা। যেখানে তিনটি রুমে একসঙ্গে ৬ জন থাকা যায়। সূত্রের খবর, বিয়ের পর সিদ্ধার্থ কিয়ারার ফুলশয্যা হবে এই সেরা ঘরে।
৪ ফেব্রুয়ারি থেকে প্যালেসেই শুরু হয়ে যাবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। অতিথি তালিকায় রয়েছে করণ জোহর, ইশা আম্বানি-সহ নামী ব্যক্তিত্বদের নাম। তবে বিয়ের আয়েজন নিয়ে একেবারেই মুখ খোলেনি সিদ্ধার্থ-কিয়ারা। হাই প্রোফাইল গেস্টদের কথা মাথায় রেখে ৭০টি বিলাসবহুল গাড়ির বন্দোবস্ত করা হয়েছে।
গতকাল ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে পোস্ট করেন, “আমরা #কিয়ারা আদবানি এবং #সিদ্ধার্থ মলহোত্রার বিয়ের অনুষ্ঠান কভার করতে জয়সলমের যাচ্ছি। আগামীকাল ওখানে নামব এবং তারপর একটি জিপ নিয়ে জয়সলমেরে যাব। যদি অতিথিরা সরাসরি জয়সলমেরের চার্টার্ড ফ্লাইট না নিয়ে থাকেন তা ভেবে একটি দলকে যোধপুর বিমানবন্দরে অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চিত নই যে আমরা কী ফুটেজ পেতে যাচ্ছি। তবে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। বেশিরভাগ ছবিই আজকাল তারকাদের দ্বারাই আপলোড করা হয়। আমরা শুধু অপেক্ষা করি এবং দেখি। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি সূর্যগড় প্যালেসে বিয়ের অনুষ্ঠান চলবে।”
previous post
next post