November 2, 2025
দেশ

এবারের বাজেটে প্রযুক্তিগত উন্নয়ন বিশেষভাবে গুরুত্ব পেয়েছে

নতুন দিল্লি: ২০২৩ পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বিষয়গুলির ওপর জোর দিয়েছেন তার মধ্যে অন্যতম প্রযুক্তিগত উন্নয়ন। তিনি বাজেটে এই প্রকল্পকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তাঁর বাজেট বক্তৃতায় কৃষিক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো, ৫জি পরিষেবা, ডিজিটাল লেনদেন, ডিজি লকার, পরীক্ষাগারে তৈরি হীরের মতো বিষয়গুলি গুরুত্ব পেয়েছে। গ্রিন হাইড্রোজেন মিশন, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য জাতীয় ডিজিটাল পাঠাগার তৈরিও গুরুত্ব পেয়েছে এই প্রকল্পে। অমৃতকালে মোদির স্বপ্নের প্রকল্পকে বাস্তব রূপ দিতেই এই প্রযুক্তিগত উন্নয়ন।

এক সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। নির্মলা মোদির সেই পরিকল্পনাকে ধ্রুব সত্য ধরে নিয়ে কৃষিতে ডিজিটাল প্রযুক্তির উন্নয়নে জোয়ার আনতে চাইছেন। কৃষির সেই পরিকাঠামোগত উন্নয়নের অঙ্গ হিসেবে প্রযুক্তিগত উন্নয়ন অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতেই নির্মলা কৃষিতেও ডিজিটাল প্রযুক্তির উন্নতি চাইছেন। এই প্রযুক্তিগত উন্নতি কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সহায়ক হবে। এমনকি কৃষি বিমা, কৃষি ঋণ, বাজারের চাহিদা, ফসলের দাম সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য মিলবে কৃষকদের।

এছাড়া ল্যাবে তৈরি হীরের বাণিজ্যিক সাফল্য বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এই বাজেটে। গত পাঁচ বছর ধরে এর গবেষণায় গুরুত্ব বাড়িয়েছে মোদী সরকার। দেশীয় ল্যাবে উন্নত প্রযুক্তির ব্যবহার করে এই হীরে তৈরিতে জোর দেওয়া হয়েছে। যার মাধ্যমে দেশে প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক হীরের মতো উপাদান যুক্ত এই হীরে যথেষ্ট পরিবেশ বান্ধবও বটে।

অর্থমন্ত্রী বাজেট পেশের সময় জানিয়েছেন, দেশে ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে ডিজিটাল লেনদেন। যা নোট বন্দির ফলশ্রুতি। সেজন্য ২০২৩-২৪ অর্থবর্ষে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের বরাদ্দ বাড়ানো হয়েছে। বাজেটে ৫জি পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ মোদী সরকার মনে করে, দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা ছাড়া প্রযুক্তিগত উন্নতি সম্ভব নয়। অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশে ১০০টি বিশেষ পরীক্ষাগার তৈরি হবে। যা ৫জি ব্যবহারের মাধ্যমে নতুন কাজের সুযোগ, কর্মসংস্থান, বিজনেস মডেলের সম্ভাবনা খতিয়ে দেখবে।

Related posts

Leave a Comment