November 2, 2025
Featured খেলা

আবারও সর্বোচ্চ ফুটবলের শিরোপা মেসির, এমবাপে ২, লুকা মদ্রিচ ৫

সংবাদ কলকাতা: বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মতো আবারও নিকটতম প্রতিদ্বন্দ্বী এমবাপেকে হারিয়ে বর্ষসেরা ফুটবলের শিরোপা জিতে নিলেন মেসি। এবারও তিনি এমবাপেকে টপকে সেরা ফুটবলার নির্বাচিত হলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন এমবাপে। বেনজেমা রয়েছেন তৃতীয় স্থানে। লুকা মদ্রিচ রয়েছেন পঞ্চম স্থানে। নেইমার পেয়েছেন ১২ নম্বর স্থান। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৫১তম স্থানে।

প্রতি বছর ইংলিশ সংবাদ সংস্থা গার্ডিয়ান প্রথম ১০০ জন সেরা ফুটবলারের তালিকা বের করে। ২০২২ সালে বিশ্বসেরা ১০০ জনের ফুটবলারের তালিকা প্রকাশিত করেছে তারা। সেখানে এক নম্বর স্থানে রয়েছেন মেসি। তবে এখনও ফিফা বর্ষসেরা ফুটবলারের তালিকা প্রকাশ পায়নি। সেখানেও কি মেসি সর্বোচ্চ স্থান পাবেন? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ফুটবল প্রেমীদের মুখে।

Related posts

Leave a Comment