21 C
Kolkata
December 24, 2024
রাজ্য

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্বপ্ন পূরণ, তাঁর পৈত্রিক বাড়িতে চালু হল পর্যটন কেন্দ্র

সংবাদ কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু চেয়েছিলেন তাঁর পৈত্রিক ভিটায় তৈরি হোক লাইব্রেরী। সঙ্গে পর্যটন কেন্দ্র। তাঁর সেই ইচ্ছে পূরণ হয়েছে। বাংলাদেশে তাঁর পৈতৃক বাড়িতে পর্যটন কেন্দ্রের শুভ সূচনা হয়ে গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তথা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জ্যোতি বসুর পৈতৃক বাড়িতে পর্যটন কেন্দ্রের সূচনা হয়ে গেল। প্রসঙ্গত বছর ৬ আগে তাঁর পৈতৃক বাড়িতে লাইব্রেরী চালু হয়। এব্যাপারে উদ্যোগী ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার থেকে বাংলাদেশের নারায়ণগঞ্জের বরাদিতে তাঁর পৈতৃক বাড়িতে পর্যটন কেন্দ্রের শুভ সূচনা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি তিনবার যান তাঁর পৈতৃক বাড়িতে। এ বিষয় জানা গিয়েছে, ছাত্রজীবনে পড়াশোনার ফাঁকে ছুটি পেলেই তাঁর বাবার সঙ্গে চলে যেতেন নিজের পৈত্রিক বাড়িতে। তাঁর একান্ত ইচ্ছা ছিল, তাঁর পৈত্রিক বাড়িতে চালু হোক পর্যটন কেন্দ্র ও লাইব্রেরী। অবশেষে তাঁর সেই স্বপ্নকে সম্মান দিলেন শেখ হাসিনা।

Related posts

Leave a Comment