23 C
Kolkata
April 17, 2025
জেলা

অনুব্রতর এলাকাকে মোষে টানা গাড়িতে করে কয়লা পাচার

বীরভূম: অনুব্রতর এলাকায় মোষে টানা গাড়িতে করে পাচার হচ্ছিল কয়লা। পরপর সারিবদ্ধ ছ’টি মোষে টানা গাড়ি। গাড়ির উপরে বিছানো খড়। পুলিশের নজর পড়তেই পালিয়ে গেল চালক সহ অন্যান্যরা। গাড়িতে তল্লাশি চালিয়ে মিলল প্রায় ১২ টন অবৈধ কয়লা।

সূত্রের খবর, দুবরাজপুরের সাঞ্চুলি গ্রাম ভায়া হয়ে সিউড়িতে যাচ্ছিল গাড়িগুলি। রাস্তায় সদাইপুর থানার ওসি মিখাইল মিঞার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গাড়িগুলি আটকে বাজেয়াপ্ত করে। প্রায় ১২ টন অবৈধ কয়লা। খোঁজ চলছে গাড়ির চালক সহ অন্যান্যদের।

বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের গ্রেপ্তারীর পর এই অবৈধ কয়লা উদ্ধার বাড়তি অক্সিজেন জোগাচ্ছে বিরোধী শক্তিকে। মনে করছেন রাজনৈতিক মহল।

Related posts

Leave a Comment