22 C
Kolkata
December 25, 2024
রাজ্য

বসন্ত পঞ্চমীর দিনে কী করলে পজিটিভ এনার্জি বাড়ে?

সংবাদ কলকাতা: আগামীকাল ২৬ শে জানুয়ারি। এবার প্রজাতন্ত্র দিবসে পড়েছে বসন্ত পঞ্চমী। হিন্দু শাস্ত্র মতে এই বিশেষ দিনটি খুবই শুভ। এই বিশেষ দিনে কিছু রীতিনীতি পালন করলে ঘরে সব সময় পজিটিভ এনার্জি বজায় থাকে। জেনে নেব কি সেই রীতিনীতি, যা পালন করলে শুভ হয়।

এক) বসন্ত পঞ্চমীর দিনে বিবাহ সংক্রান্ত ব্যাপারে উপকরণ ক্রয় করাকে খুব শুভ মনে করা হয়।
দুই) বসন্ত পঞ্চমীর সঙ্গে হলুদ রঙের গুরুত্ব অপরিসীম। ফেংসুই মতে, হলুদ ক্রিস্টাল বল খুব শুভ। বাড়ির প্রধান ফটকে হলুদ ক্রিস্টাল বল এই দিনে ঝোলালে ঘরের মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চয় হয়।
তিন) যাঁরা গান শিখতে ইচ্ছুক, তাঁরা যদি এই দিন থেকে গান করা শুরু করে, তাহলে ভালো হবে বলে মনে করা হয়।
চার) এই দিনে মা সরস্বতীর একটি ফটো কিনে বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখলে পজিটিভ এনার্জি কেন্দ্রীভূত হয়।

Related posts

Leave a Comment