November 3, 2025
রাজ্য

নাজিরপুরে মমতা ও অভিষেকের বিরুদ্ধে তোপ দাগলেন মহঃ সেলিম

নদীয়া: মঙ্গলবার নদীয়ার নাজিরপুরে বামেদের এক জনসভা। আর এই জনসভায় এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন বাম নেতা মহঃ সেলিম। এদিন তিনি তৃণমূলের বিরুদ্ধে নানা প্রসঙ্গ টেনে এনে কটাক্ষ করেন। তিনি তার কর্মীদের উদ্দেশ্যে বলেন, সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়বে বলুন তো? আবার দেখুন বিজেপি কি তৃণমূলের বিরুদ্ধে লড়বে? না। আসলে এরা ঘাস ফুল আর পদ্মফুল কেউ কারোর বিরুদ্ধে নয়। তাই এই দুই দল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল বানিয়েছে। এর জন্য বাংলার মানুষ আর এপ্রিল ফুল হতে চাইছে না।

আমরা বলেছি চোর ধরো জেল ভরো। কিন্তু তা কোথায় হচ্ছে, আমরা তো কারও নাম ধরে বলিনি।
তাহলে তৃণমূল এবং পুলিশের গায়ে লাগবে কেন? তৃণমূল আর পুলিশ বলছে এগুলো বলা যাবে না। সম্প্রতি নাকাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য দুর্নীতির দায়ে জেলে। চাকরী দেবার নামে টাকা লুঠ হয়েছে। মহঃ সেলিম আরও বলেন, মানুষকে আমাদের জাগাতে হবে। সেই সাথে গ্রাম জাগাতে হবে। আর চোরদের তাড়াতে হবে। পুলিশ যদি চোরকে ধরতে না পারে, তাহলে কী হতে পারে একবার ভাবুন। ধর্ম আর রাজনীতি এক করবেন না।

পঞ্চায়েতস্তরের বিভিন্ন কাজ নিয়েও সরব হন মহঃ সেলিম। এদিন নাজিরপুরে বামেদের জনসভায় এসে মহঃ সেলিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জ্যোতি বসু বলেছিলেন খাল কেটে কুমির নিয়ে আসছে। আর মমতা বলেহিলেন, RSS নিয়ে এসে CPM-এর বিরুদ্ধে লড়াই করবেন। শুভেন্দু আর অন্যান্য তৃণমূলীরা সাম্প্রতিককালে দল ছেড়ে RSS-এ চলে গেল। তাপস মন্ডল প্রসঙ্গে অভিষেক আর মমতার কথা বলেন সেলিম। তিনি বলেন, তদন্ত করতে পেন ড্রাইভ লাগবে না। কালীঘাটে গেলে সব পাবেন।

Related posts

Leave a Comment