April 16, 2025
দেশ

সাধারণতন্ত্র দিবসে উটের পিঠে চড়ে প্রথমবার প্যারেডে বিএসএফের মহিলা জওয়ানরা

সংবাদ কলকাতা: এবার ভারতের সাধারণতন্ত্র দিবসে প্রথমবার অংশ নিচ্ছেন বিএসএফের ক্যামেল রাইডারের মহিলা জওয়ানরা। সাধারণতন্ত্র দিবসে দিল্লির ‘কর্তব্যপথে’ প্যারেডে অংশ নিচ্ছেন তাঁরা। উটের পিঠে চড়ে বিএসএফের ‘ক্যামেল কন্টিনজেন্ট’-এর সদস্যরা এক হাতে নেবেন ইনসাসের মতো স্বয়ংক্রিয় রাইফেল। আর অন্য হাতে নেবেন লাগাম। বিএসএফ-এর ‘ক্যামেল কন্টিনজেন্ট’-এ অংশ নেওয়া নতুন নয়। প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে অংশগ্রহণ করে ফার্স্ট লাইন ডিফেন্স বা বিএসএফ। তবে মহিলা জওয়ানদের প্যারেডে অংশগ্রহণ এটাই প্রথম।

প্রসঙ্গত ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সে মহিলা জওয়ানরা তাঁদের কর্তব্যে একের পর এক কৃতিত্ব দেখিয়ে চলেছেন। তাঁরা বুঝিয়ে দিয়েছেন, পুরুষ জওয়ানদের তুলনায় দেশের সীমান্ত ও নিরাপত্তার কাজে কোনও অংশে কম যান না। সীমান্তে পাকিস্তানের পাঠানো ড্রোন গুলি করে নামানো থেকে শুরু করে প্রবল তুষারপাতের মধ্যেও সীমান্তে পাহারা দেওয়া, সব কাজেই তাঁরা সমান দক্ষতা দেখাতে শুরু করেছেন। বাইক নিয়ে লিমকা বুক অব রেকর্ডসে নাম তুলেছেন সীমা ভবানী ট্রুপের মহিলা জওয়ানরা।

Related posts

Leave a Comment