সংকল্প দে, সংবাদ কলকাতা: তিন মাস ধরে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছিল সারেগামাপা লিটল চ্যাম্প। গত রবিবার ছিল রিয়েলিটি শো-র ফাইনাল। ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সিকিমের জেটসিন লামা। মাত্র ৯ বছর বয়স তার। প্রথম দিন থেকেই দুর্দান্ত গান গেয়ে দর্শক মন্ডলীর হৃদয় জয় করেছিল জেটসিন। রবিবার ফাইনালে গানের আসর জমে যায়। মোট ছয় জন প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় ফাইনালে।
কিন্তু সবাইকে পিছনে রেখে চ্যাম্পিয়ন হয় জেটসিন। চ্যাম্পিয়ন ট্রফি ছাড়াও সে নগদ ১০ লক্ষ টাকা প্রাইজ মানি পেয়েছে। তার গান শুনে দর্শক সহ বিচারক মন্ডলী সবাই প্রথম দিন থেকে মুগ্ধ হয়ে পড়েছিলেন। সে গান শুরু করে মাত্র তিন বছর থেকে। ছোট থেকে গানের প্রতি তার অগাধ ভালোবাসা। প্রাইজ মানি কিভাবে সে খরচ করবে এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে জানায়, বাড়িতে একটা সুইমিং পুল করতে চায়। তারপর একটা কুকুর ছানা কিনতে চায়।
তবে তার সবার আগে ইচ্ছে হল দ্রুত সিকিমে নিজের বাড়ি ফিরে যাওয়া। দীর্ঘদিন ধরে প্রতিযোগিতার কারণে বাড়ির বাইরে রয়েছে সে। বাড়িতে ফিরে পড়াশোনার পাশাপাশি গানও চালিয়ে যেতে চায় জেটসিন। তার গানের প্রশংসা করে শংকর মহাদেবন বলেছেন, জেটসিন সুনীতি চৌহান। সারেগামাপা লিটল চ্যাম্পের ফাইনাল জিতে সিকিমের মুখ উজ্জ্বল করল জেটসিন লামা।
