21 C
Kolkata
December 26, 2024
দেশ

১৫ বছরের পুরনো গাড়িগুলিকে বাজেয়াপ্ত করার নির্দেশিকা কেন্দ্র সরকারের

An elegant 1930s station wagon in evening sunlight.

নয়াদিল্লি: পুরনো গাড়ির ব্যবহার নিয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। ১৫ বছরের পুরনো গাড়িগুলিকে বাজেয়াপ্ত করতে চলেছে সরকার। বাতিল করা হচ্ছে এই সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন। আগামী ১ লা এপ্রিল থেকে সেই গাড়িগুলি চিহ্নিত করে ভেঙে ফেলা হবে বলে জানা গিয়েছে। এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন সংস্থা। সেই বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এবিষয়ে ২০২১ সালের মোটর ভেহিকেল আইন কার্যকর করা হচ্ছে। তবে দেশের নিরাপত্তাজনিত কাজে ব্যবহৃত গাড়িগুলি এই নিয়মের আওতায় আনা হচ্ছে না। যেমন সামরিক বা সীমান্ত রক্ষী বাহিনী ও অন্যান্য কাজে ব্যবহৃত গাড়িগুলির ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়।

এবিষয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অবহিত করা হয়েছে। সেজন্য গাড়ি ব্যবহারকারীদের পুরনো গাড়ি বর্জন করে নতুন গাড়ি ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। কেন্দ্র সরকার জানিয়েছে, এই নিয়ম যাঁরা মেনে চলবেন, তাঁদের রোড ট্যাক্সের ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

Related posts

Leave a Comment