নতুন দিল্লি: এবছরই ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড সহ ৯ রাজ্যের বিধানসভা নির্বাচন। বুধবার নির্বাচন কমিশন একযোগে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে।
আগামী ২৭ ফেব্রুয়ারী ভোট হবে মেঘালয় ও নাগাল্যান্ডে। ত্রিপুরায় নির্বাচন হবে ১৬ ফেব্রুয়ারি। এই তিন রাজ্যের ভোটের ফল ঘোষণা করা হবে ২ মার্চ। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ৩১ জানুয়ারি লাগু হতে চলেছে নির্বাচনী আচরণ বিধি।
ঘটনাক্রমে এই তিন রাজ্যে শাসকের আসনে বিজেপি। মেঘালয়ে মাত্র ২ টি আসন নিয়ে এনপিপির শরিক দল হিসাবে সরকারে আছে বিজেপি। এখন দেখার, স্থানীয় দল এনপিপি ও তৃণমূলের সঙ্গে লড়াইয়ে বিজেপি কতটা নিজেদের গুছিয়ে নিতে পারে।
previous post