কালিম্পং: কালিম্পং-এর পাহাড়ি গ্রাম রিশপ। এটি ৮ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থিত। আরেক দুর্দান্ত পর্যটন কেন্দ্র লাভা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। এন জে পি থেকে দূরত্ব ১১০ কিলোমিটার। কালিংপং থেকে দূরত্ব ২৮ কিলোমিটার। এই পাহাড়ি গ্রামে সব সময় এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। রং-বেরঙের ফুল দেখতে পাওয়া যায় এখানে। এখানেই রয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম ভিউ পয়েন্ট টিফিন দারা। জঙ্গলের ভিতর দিয়ে ট্রেক করে যেতে হয় এখানে।
এই ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখতে দুর্দান্ত লাগে। কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আরও বেশ কিছু পর্বত রিশপ থেকে দৃশ্যমান। থাকবার জন্য রয়েছে হোটেল ও হোমস্টে। খাওয়ার খরচ একটু বেশি। কারণ শহর থেকে বেশ কিছু দূরে এটি অবস্থিত। বিদ্যুতের অনিয়মিত সরবরাহ, জলের সমস্যা এখানে প্রধান সমস্যা। তাই পর্যটকদের বলা হয় জলের অপচয় না করতে। গ্রীষ্মকাল ও বর্ষাকাল এড়িয়ে অন্যান্য সময় অনায়াসেই যাওয়া যায়। প্রাকৃতিক পরিবেশ রংবেরঙের ফুলের বাহার মন্ত্রমুগ্ধ করে দেবে।
শীতকালে এখানে তাপমাত্রা মাইনাসে নেমে যায়। তবে ফুলের বাহার দেখলে যেতেই হবে রিশপে। রংবেরঙের ফুল দেখতে দেখতে মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। কালিম্পং-এর যতগুলি ট্যুরিস্ট স্পট রয়েছে, তার মধ্যে রিশপ অন্যতম। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যেতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যাবে। এছাড়া বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকেও চলে যাওয়া যাবে এই পাহাড়ি গ্রামে।
previous post