21 C
Kolkata
December 26, 2024
কলকাতা

মুচিপাড়ায় ভেঙে পড়ল চারতলা বাড়ির সিঁড়ি ও বারান্দা

সংবাদ কলকাতা: শিয়ালদহের মুচিপাড়া থানা এলাকায় ভেঙে পড়ল একটি বহু পুরনো বাড়ি। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায় নি। গতকাল প্রেমচাঁদ বড়াল স্ট্রিট এলাকায় ভাঙা বাড়িটিতে আটকে পড়ে পরিবারের ৫ জন সদস্য। খবর পেয়ে সেখানে ছুটে আসে মুচিপাড়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম। রাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে ওই বাড়ির সমস্ত বাসিন্দাকে উদ্ধার করা হয়।

বাড়িটি বহু পুরনো। পুরসভার তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, বাড়িটিকে কোনও নোটিশ দেওয়া হয়েছিল কিনা। এলাকার ২০টি ‘বিপজ্জনক’ বাড়িতে নোটিস ঝোলানো হবে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর।

প্রসঙ্গত, এদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাড়ির পিছনের একতলা থেকে চারতলা পর্যন্ত টানা সিঁড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চারতলার সিঁড়ি লাগোয়া একটি বারান্দাও ভেঙে পড়ে । ঘটনার সময়ে ওই বাড়িতে ছিলেন প্রায় পঞ্চাশ জন বাসিন্দা। সিঁড়ি ভেঙে পড়তেই নামতে না পেরে বাড়িতে আটকে পড়েন বেশ কয়েকজন বাসিন্দা। মই দিয়ে অনেককে দোতলা থেকে নামানো হয়। এরপর দমকল ও পুলিশ বাকিদের উদ্ধার করে। বাড়ির বাসিন্দাদের স্থানীয় একটি ক্লাবে আশ্রয় দেওয়া হয়। রাতেই বাড়িটিকে সিল করে দেওয়া হয়।

Related posts

Leave a Comment