December 27, 2024
কলকাতা

কুয়াশার জেরে শনিবারেও বন্ধ হয় গঙ্গাসাগর ভেসেল

সংবাদ কলকাতা: কুয়াশা কাল হয়ে দাঁড়াল গঙ্গাসাগর পুণ্যার্থীদের কাছে। শনিবার বন্ধ হয়ে গেল ভেসেল। শুক্রবার একই ঘটনা ঘটেছিল। শনিবারের ঘটনায় কাকদ্বীপে বহু পুণ্যার্থী আটকে পড়েন। কুয়াশার জন্য এই সমস্যার সৃষ্টি হয় । ফলে যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট ভোগান্তির শিকার হতে হয় পুণ্যার্থীদের। অনেকেই সমস্যায় পড়েন সাগরে মকর সংক্রান্তির স্নান সেরে বাড়ি ফেরার সময়। তবে রবিবার হাঁফ ছেড়ে বাঁচলেন তাঁরা। এদিন সকালে ফের চালু হয়েছে ভেসেল। এদিকে পুণ্যার্থীদের প্রবল ভিড়ে সড়কপথে যান চলাচলেও সমস্যার সৃষ্টি হয়। এমনকি সন্ধ্যার পর বাস পরিষেবা বন্ধ হয়ে যায়।

Related posts

Leave a Comment