22 C
Kolkata
December 25, 2024
কলকাতা

কুয়াশার জন্য ৫ বিমানের গতিপথ বদল

সংবাদ কলকাতা: শীতের সময় কুয়াশার জন্য স্বাভাবিকভাবে প্রতি বছরই কমবেশি বিমান চলাচলে সমস্যা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এজন্য পাঁচটি বিমানের গতিপথ বদল করতে বাধ্য হল কলকাতা বিমানবন্দর। কুয়াশার জন্য বিমান চলাচলে বিঘ্ন ঘটায় এই সিদ্ধান্ত নিতে হয়। গত শনিবার রাত তিনটে থেকে রবিবার সকাল ছ’টা পর্যন্ত এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে কলকাতা বিমান বন্দর। এমনকি মাত্র ৫০ মিটারের মধ্যে দৃশ্যমানতা নেমে যায়। যার ফলে বিমান চলাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এজন্য পাঁচটি বিমানের গতি পথ বদল করতে হয়। এদের মধ্যে চারটি ভুবনেশ্বরের এবং একটি নাগপুরের বিমান ছিল।

Related posts

Leave a Comment