28 C
Kolkata
April 6, 2025
রাজ্য

মহিলা পরিচালিত ক্ষুদ্র শিল্পে ঋণ দেবে সিডবি

কলকাতা: এবার রাজ্যের মহিলাদের ঋণ দেবে সিডবি Small Industries Development Bank of India। বাংলার পিছিয়ে পড়া মহিলাদের জন্য কাজ করতেই তাঁদের এই উদ্যোগ। শনিবার একথা জানিয়েছেন সিডবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুদত্ত মণ্ডল। তবে শুধু ঋণ পাইয়ে দেওয়া নয়, তাঁদের ব্যবসায় উৎপাদিত পণ্যের বাজার পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করবে সিডবি।

প্রথম পদক্ষেপে রাজ্যের ছয়টি জেলাকে বাছাই করা হয়েছে। এই ছয়টি জেলায় মোট ১২ হাজার মহিলাকে ঋণ পাইয়ে দেওয়ার পাশাপাশি দুই বছর ধরে তাঁদের ব্যবসায় সহযোগিতাও করবে। এভাবে এই প্রকল্পে সাফল্য এসেছে ওড়িশাতেও। এজন্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা সিডবি’র সঙ্গে গাঁটছড়া বাঁধবে ক্ষুদ্র ঋণদানকারী সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন।

এদিন অ্যামফি আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন সিডবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। তিনি আশাবাদী, এভাবে মহিলাদের রোজগার ৩০ শতাংশ বাড়ানো সম্ভব হবে। এদিনের অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণপ্রদানকারী সংস্থাগুলির নিয়ন্ত্রক এমফিনের সিইও অলোক মিশ্রও একই কথা বলেন। তিনি জানান, এদেশে ক্ষুদ্র ঋণের ৩০ শতাংশ বাজার আমরা ধরতে পেরেছি। বাকি আছে এখনও ৭০ শতাংশ।

Related posts

Leave a Comment