সংবাদ কলকাতা: এবার প্রাথমিকের ইন্টারভিউ বোর্ডে ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার চলছিল ইন্টারভিউ প্রক্রিয়া। পরীক্ষার্থীদের নথিপত্র চেক করার সময় অ্যাডমিড কার্ড দেখতে চাইলে ধরা পড়েন ঐ ভুয়ো পরীক্ষার্থী। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ঐ পরীক্ষার্থী স্বীকার করেন যে, তিনি ৫০ হাজার টাকার বিনিময়ে অ্যাডমিড কার্ড পেয়েছেন। কিন্তু কে টাকার বিনিময়ে তাঁকে অ্যাডমিড কার্ডের ব্যবস্থা করে দিয়েছে, তার খোঁজ পাওয়া যায়নি এখনও। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বিধাননগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই ভুয়ো পরীক্ষার্থীকে। সেখানেও তার জিজ্ঞাসাবাদ করা হয়।