22 C
Kolkata
December 25, 2024
কলকাতা

দত্তপুকুরে খাদ্যমন্ত্রীর সামনে বিজেপি কর্মীকে চড় তৃণমূলের

সংবাদ কলকাতা: দিদির সুরক্ষা যোজনায় দিদির দূত হয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ দত্তপুকুরে গিয়েছিলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে প্রত্যেকের অভিযোগ শুনছিলেন। সেই সময় নিজের কিছু অভাব অভিযোগের কথা বলার জন্য সেখানে উপস্থিত হন একজন বিজেপি কর্মী। হঠাৎই তৃণমূলেরই এক কর্মী তাঁর উপর চড়াও হয়ে চড় মারে। যে ঘটনা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে।

বিষয়টি প্রথমে তৃণমূলের তরফে অস্বীকার করা হলেও পরে ছবি ও ভিডিও সামনে আসায় অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল নেতৃত্বরা। পরে রথীন ঘোষ ঐ বিজেপি কর্মীকে আলাদা করে ডেকে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন এবং তাঁর অভিযোগ শোনেন।

ঐ বিজেপি কর্মী বলেন, আমি আমার অভিযোগ জানাতেই গিয়েছিলাম। কিন্তু আমাকে মারা হল কেন বুঝতে পারলাম না। এই ঘটনার প্রতিক্রিয়া দিয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল দলটা কতটা অসহিষ্ণু তার প্রমাণ পাওয়া গেল।

এদিকে ফিরহাদ হাকিম বলেন, এই ঘটনা অনুচিত হয়েছে। তবে দিদির দূতেরা যেখানে যাচ্ছেন, সেখানেই জনগণের রোষের সম্মুখীন হচ্ছেন।

Related posts

Leave a Comment