সংবাদ কলকাতা, ১৪ জানুয়ারি: সংবাদ কলকাতা, ১৪ জানুয়ারি: মকর সংক্রান্তির আগের দিন রাতেই বাড়ল তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে একধাক্কায় উধাও হল কনকনে শীত। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়ল প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার সকালে তা বেড়ে হল ১৯.৭ সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। যদিও আজ সকাল ছিল অন্যান্য দিনের মতোই কুয়াশাচ্ছন্ন। আকাশ মেঘমুক্ত।
স্বাভাবিকভাবে আজ সর্বাধিক তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল স্বাভাবিক তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ওদিকে এখন চলছে গঙ্গাসাগর মেলা। আজ মকরসংক্রান্তির দিনে গঙ্গাসাগরে পুণ্যস্নান করবেন পুণ্যার্থীরা। তাপমাত্রা বাড়তেই সেই স্নানে যুক্ত হতে চলেছে অন্যমাত্রা। শীতের কনকনে ঠান্ডা না থাকায় অন্যবারের তুলনায় এবার সমুদ্রতটে স্নানে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। এক কথায় পুণ্যার্থীরা বেশি সময় ধরে স্নান করবেন। যদিও দুই দিনে বাদে এই তাপমাত্রা আবার পরিবর্তিত হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। আগামী ১৬ জানুয়ারি সোমবার মাঘ মাসের প্রথম দিন। এদিন থেকে ফের কলকাতা সহ গোটা রাজ্যে ফিরে আসবে হাঁড় কাঁপানো শীতের অনুভূতি।
previous post
next post