29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

Snowfall: অপেক্ষার অবসান, চলতি সপ্তাহে দার্জিলিঙে হতে পারে তুষারপাত

শিলিগুড়ি: অবশেষে সুদীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সিকিম আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে হতে পারে তুষারপাত। বর্তমানে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ চলছে। তবে এখনও পর্যটকরা তুষারপাত দেখবার জন্য অপেক্ষা করে রয়েছেন। সিকিম আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সিকিম সহ দার্জিলিং-এর উঁচু এলাকাগুলিতে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

২৫শে ডিসেম্বর থেকেই পর্যটকদের উপচে ভিড় দার্জিলিং সিকিম সহ পাহাড়ি এলাকায়। পাহাড়ে তুষারপাত দেখতে ভিড় জমান পর্যটকরা। এবছর এখনও পর্যন্ত দার্জিলিংয়ের তুষারপাতের ঘটনা ঘটেনি। অপেক্ষায় রয়েছেন পর্যটক মহল। সিকিম আবহাওয়া দপ্তর সূত্রের খবরে কিছুটা আশ্বস্ত পর্যটকরা। দার্জিলিং-এর উঁচু এলাকাগুলিতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। অপরদিকে দার্জিলিং-এ তাপমাত্রা থাকতে পারে ৩ ডিগ্রি থেকে ৪ ডিগ্রির মধ্যে। সমতল এলাকায় দিনের বেলা রৌদ্রোজ্জ্বল থাকলেও, রাতের বেলায় কনকনে ঠান্ডা অনুভূত হবে। এছাড়া বেশ কয়েকটি জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।

Related posts

Leave a Comment