ইম্ফল: সোমবার লক্ষীপুর সমষ্টির পয়লাপুল কামরাঙ্গা এলাকায় আওয়াপল্লী খুম্ভাম নিংসিঙ সংস্থার ব্যবস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মণিপুরের প্রাক্তন মহারাজা গম্ভীর সিংহের Gambhir Singh ১৮৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়l
এদিন Manipur মণিপুর থেকে আগত মিনিস্টার অফ সোশ্যাল ওয়েলফেয়ার, ফিসারি, লেবার এন্ড এমপ্লয়মেন্ট মন্ত্রী হেইকাম ডিঙ্গো সিং প্রয়াত মহারাজা গম্ভীর সিংহের প্রতিমূর্তির ফলক উন্মোচন করেনl
previous post