কালনা: মন্দিরের শহর বলা হয় কালনাকে। এখানে রয়েছে প্রচুর মন্দির। কালনায় অবস্থিত লক্ষ্মীপাড়া আশাদেবী কালীর জন্য বিখ্যাত। মাকে বিরাটকালীও বলা হয়ে থাকে। এই কালী মূর্তির উচ্চতা ১১ ফুট। প্রসঙ্গত স্থানীয় বাসিন্দারা জানান, মায়ের কাছে যে কোনও আশা নিয়ে গেলেই মা সেই আশা পূরণ করে দেন। সেই কারণে মায়ের নাম আশাদেবী কালী। স্থানীয় বাসিন্দারা অলৌকিক ঘটনার সাক্ষী, তাঁরা জানান, মা মধ্যরাতে নূপুর পরে বিচরণ করেন। সেই কারণে মায়ের পায়ে রয়েছে সোনার নূপুর। তাই মন্দিরের সেবাইতরা পায়ে নূপুর পরেন না।
এছাড়া মা কী ভোগ গ্রহণ করবেন তাও স্বপ্নাদেশে নির্দেশ দেন। মায়ের ভোগ দেওয়া হয় সেদ্ধ চিংড়ি, নয় রকমের ভাজা, পুষ্পান্ন আরও অনেক কিছু। ইংরেজ আমল থেকে মায়ের পুজো হয়ে আসছে। মায়ের মূর্তির উচ্চতা ১১ ফুট। একবার সেই সময় অন্য একটি কালীমূর্তির উচ্চতা এই মূর্তির থেকে কিছু বেশি করা হয়েছিল। অবাক করার মত ঘটনা, বিসর্জনের সময় মূর্তির উচ্চতা মাপতে গিয়ে দেখা গেছে আশাদেবী কালী মূর্তির থেকে ওই কালী মূর্তির উচ্চতা কমে গেছে। ইংরেজ আমলে বিসর্জনের সময় মূর্তির উচ্চতা মাপা হতো। আজও এই ঐতিহ্যবাহী কালী মন্দির ভক্তদের কাছে অন্যতম সেরা মন্দির। অনেকেই এই মন্দিরে গিয়ে নিজের আশা-আকাঙ্ক্ষার কথা মায়ের কাছে বলেন। ভক্তরা জানান, মা তাঁদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন।
previous post
next post