নদিয়া: আজ দুপুরে নদিয়ার রানাঘাট জিআরপি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আপ শিয়ালদা রানাঘাট লোকাল থেকে ৪টি সন্দেহজনক কাটুন থেকে ৭৫ বোতল বিদেশী মদ উদ্ধার করল। সেই সাথে দুই জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, সোদপুর থেকে ওই বিদেশী মদ রানাঘাটের উদ্দেশ্যে আসছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জি আর পি থানার পুলিশ। এই ঘটনায় রানাঘাট জিআরপি-র বড় সড় সাফল্য বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। উদ্ধার হওয়া বিদেশী ৭৫ বোতল মদের বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৭৫ হাজার টাকা।
previous post
next post