23 C
Kolkata
December 26, 2024
কলকাতা

খড়দহের এক অধ্যাপকের বাড়ি থেকে ৩২ লক্ষ টাকা নগদ উদ্ধার

সংবাদ কলকাতা: আবারও থরে থরে সাজানো দু’হাজার টাকার নোট। এবার খড়দহের এক অধ্যাপকের বাড়িতে মিলল নগদ প্রায় ৩২ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও খড়দহ থানার পুলিশ।

অধ্যাপক অমিতাভ দাস ও তাঁর স্ত্রী বর্ণালী থাকেন খড়দহের নাথুপাল ঘাট রোডের শিরোমণি আবাসনের একতলায়। বৃহস্পতিবার রাত থেকে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অফিসাররা তাঁর বাড়িতে চিরুনি তল্লাশী শুরু করে। শুক্রবার সকালে তাঁর বাড়ি থেকে প্রায় ৩২ লক্ষ টাকা মেলে। যা সবই দুই হাজার টাকার নোট। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশের অনুমান, ওই শিক্ষক পড়ুয়াদের ভর্তি করিয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নিত। তাঁর বাড়িতে যে টাকা উদ্ধার হয়েছে, এগুলো সেই ঘুষেরই টাকা বলে পুলিশের ধারণা। টাকার উৎস সন্ধানে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অধ্যাপকের নাম অমিতাভ দাস। তিনি খড়দহ নাথুপাল ঘাট রোড এলাকায় শিরোমণি আবাসনের একতলায় সপরিবারে গত আড়াই বছর ধরে বসবাস করছেন। তিনি তাঁর স্ত্রী ও এক সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন। প্রতিবেশীরা বলেন, ঠিক কী কারণে পুলিশ তাঁদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছেন, এবিষয়ে তাঁরা কিছুই জানেন না।

Related posts

Leave a Comment