22 C
Kolkata
December 25, 2024
রাজ্য

তৃণমূল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য দলের বিধায়ক গৌতম চৌধুরীর

সংবাদ কলকাতা: এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকেই সিলমোহর দিলেন শাসক দলেরই বিধায়ক গৌতম চৌধুরী। এতকাল শুভেন্দু অধিকারীর মুখেই শোনা যেত তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়। তৃণমূল একটি কোম্পানি। যার মালিক মমতা ব্যানার্জি এবং ম্যানেজিং ডিরেক্টর অভিষেক ব্যানার্জি। এবার খোদ শাসকদলেরই উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বলেন, তৃণমূল একটি কোম্পানি, আর মমতা হল তার ব্রান্ড। আমরা সবাই কর্মচারী। যেন ওষুধের রিপ্রেজেন্টেটিভ। এই উক্তিতে শাসক দলের অভ্যন্তরেই তৈরি হয়েছে অস্বস্তি।

সম্প্রতি নিজের বিধানসভা এলাকায় জল জমার সমস্যা নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধেই রাস্তায় বসেন তিনি। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেও ধমক খেয়েছেন তিনি৷ তার জেরেই এই মন্তব্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

তার মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘এই মন্তব্য অবাঞ্ছিত ও বিভ্রান্তিকর। উনি কি বলতে চেয়েছেন তা জানি না। তবে তৃণমূল পুরোদস্তুর একটি রাজনৈতিক দল। তবে এটা ঠিক এই দলের প্রধান মমতা ব্যানার্জি। তাঁকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে’। হাওড়া সদর তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ জানান, ‘ইতিমধ্যে বিধায়ককে সতর্ক করা হয়েছে। উনি বলেছেন, ভুলবশত এই মন্তব্য করেছেন’।

এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘উনি সত্যি কথা বলেছেন। ঐ দলের সবাই বসের কথা শুনে চলে। তৃণমূল দলে গণতন্ত্র নেই। ওরা গণতন্ত্র মানে না’।

Related posts

Leave a Comment