21 C
Kolkata
December 24, 2024
টিভি-ও-সিনেমা দেশ

সৌন্দর্য রক্ষার বিধিনিষেধ টপকে মেয়ে দেবীকে স্তন্যপান করালেন বিপাশা

মুম্বই: আর পাঁচটা সেলিব্রিটির মতো নিজের সৌন্দর্য নিয়ে খুঁতখুঁতে স্বভাবের নন বিপাশা বসু। সবার আগে নিজের সন্তানকে গুরুত্ব দিলেন তিনি। নিজের নবজাত কন্যা দেবী স্তন্যপান করালেন তিনি। ইনস্টাগ্রামে তুলে ধরলেন সেই ছবি। কয়েকদিন আগে সোনম তাঁর ছেলে বায়ুকে স্তন্যপান করানোর ছবি শেয়ার করে সংবাদ শিরোনামে এসেছিলেন। এবার ভাইরাল হল বিপাশার ছবি। স্তন নিয়ে নানা ছুৎমার্গ প্রচলিত রয়েছে আমাদের সমাজে। স্তনকে দেখা হয় যৌনতা বা শরীরী আকর্ষণের প্রতীক হিসাবে। সোনমের পর এবার সেই গন্ডি ভাঙলেন বিপাশা।

যদিও এখনও মেয়ে দেবীর মুখ প্রকাশ্যে আনেননি বিপাশা। বরং স্টিকারে ঢেকে দিলেন মেয়ের মুখ। মা-মেয়ের এক অনাবিল মিষ্টি মুহূর্ত। যা দেখে খুশি তাঁর ভক্তরা। বিপস ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘নিজের এক টুকরো হৃদয়ের সঙ্গে আমার সকাল… দেবী।’ নেটমাধ্যমে হু হু করে ভাইরাল বিপাশা-দেবীর এই ‘মি-টাইম’-এর মুহূর্ত। তবে নিন্দুকদের অনেকের ধারণা, সোনমের মতো নিজের প্রচার পেতেই এই ভিডিও প্রকাশ্যে এনেছেন বিপাশা।

Related posts

Leave a Comment