সংবাদ কলকাতা: বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পর পর তিন দিনে দুবার হামলা হয়েছে ভারতের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে। যে ঘটনা সত্যিই লজ্জাজনক।
এবার এই ঘটনার নিন্দা জানিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন “অন্যায় হয়েছে। এটা আমাদের দেশের সম্পত্তি, এটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের অসুবিধা হবে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। পশ্চিমবঙ্গ সরকারের উচিত দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। পশ্চিমবঙ্গের প্রশাসনের যে দুরবস্থা, এটা তারই প্রমান।”