কাছাড়: ধলাই থানার চান্নিঘাটে হামলা চালাল দুষ্কৃতীরা। সোমবার বিকেলে সঙ্কটজনক অবস্থায় তাঁকে গৌহাটি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ।
ঘটনাটি ঘটে গত ৩১ ডিসেম্বর অর্থাৎ বছরের শেষদিন শনিবার মধ্যরাতে। চান্নিঘাট গ্রামে কর্তব্যরত অবস্থায় থাকা গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক অনুপ কান্তি দাশকে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রথমে উঠিয়ে নিয়ে যায়। তারপর প্রায় দুশো মিটার দূরে নির্জন স্থানে নিয়ে তাঁকে ক্ষত বিক্ষত অবস্থায় ফেলে রেখে যায়।
সঙ্গে সঙ্গে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে খবর দিলে পুলিশের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাঁকে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হলে অবস্থা সঙ্কটজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
previous post