কাড্ডালোর: তামিলনাড়ুতে ভয়াবহ পথ দুর্ঘটনা। একসঙ্গে ৫ টি গাড়ির সংঘর্ষ। একটি চার চাকার গাড়িতে ধাক্কা মারে দুটি ট্রাক ও দুটি বাস। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। মৃতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। ঘটনাটি ঘটে কাড্ডালোর জেলার ভেপুরে। জানা গিয়েছে, একটি পরিবার ত্রিচি-চেন্নাই হাইওয়ের উপর তাঁদের চার চাকার গাড়িটি দাঁড় করিয়ে রেখেছিলেন। সেসময়ই দুটি বাস ও দুটি লরি পরস্পর ধাক্কাধাক্কি করতেই এই দুর্ঘটনাটি ঘটে। চারচাকা গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। মুহূর্তে সেটি ধ্বংস স্তূপে পরিণত হয়। গাড়িতে বসে থাকা যাত্রীদের দেহ দলা পাকিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তাঁরা দমকলের সাহায্য নিয়ে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
							previous post
						
						
					
							next post
						
						
					