সংবাদ কলকাতা: পশ্চিমবঙ্গের একটি ছোট প্রতিবেশী রাজ্য ত্রিপুরা। সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা অতীতের সমস্ত টেট উত্তীর্ণদের চাকরির সুপারিশ করলেন। যা নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে টুইট করলেন শুভেন্দু অধিকারী।
টুইটে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার অপারগ, পথ দেখাচ্ছে ত্রিপুরা। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়কে; প্রতিশ্রুতি অনুযায়ী ত্রিপুরার সমস্ত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ করার জন্য। ত্রিপুরায় আর কোনো টেট উত্তীর্ণ বেকার রইলেন না। রাজনৈতিকভাবে কে দেউলিয়া তার নিদর্শন রইল’।
প্রসঙ্গত, গত ২০১২ সাল থেকে পশ্চিমবঙ্গের হাজার হাজার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী সঠিক যোগ্যতা প্রমাণ করেও তাঁরা দিনের পর দিন রাজপথে ধর্নায় বসে আছেন। সরকারের তরফে মিলেছে প্রতিশ্রুতির বন্যা। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। তাঁদের জায়গায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অযোগ্য প্রার্থীরা।
