21 C
Kolkata
December 26, 2024
বিদেশ

কাবুলে ফের জঙ্গি হামলা, বিস্ফোরণে মৃত ১০, জখম ৮

কাবুল: ফের জঙ্গি হামলা আফগানিস্তানে। রবিবার ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ১০ জনের। আহত হয়েছেন আরও আট জন। এবার ঘটনাস্থল কাবুলের সামরিক বিমানবন্দরের চেকপয়েন্ট। একথা জানিয়েছেন তালিবানের এক মুখপাত্র। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে জঙ্গি সংগঠন আইএস এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, সেদেশে একের পর এক জঙ্গি হামলা বাড়িয়েছে আইএসের শাখা সংগঠন ইসলামিক স্টেট খোরাসান। ২০২১ সালে তালিবানের কব্জায় আফগানিস্তান আসার পর এই কার্যকলাপ বেড়েছে। তাদের নিশানায় তালিবানের টহলদার বাহিনীর পাশাপাশি সংখ্যালঘু শিয়ারাও। ঘটনাস্থলের কাছেই রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয়। আরও চাঞ্চল্যকর বিষয় হল, অসামরিক বিমানবন্দরের মাত্র ২০০ মিটার দূরে এই হামলা চালানো হয়েছে। যা নিয়ে রীতিমতো ফের নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।

Related posts

Leave a Comment