নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: পিকনিকের আনন্দে মেতেছে জলপাইগুড়ি। তিস্তা চরে বছরের প্রথম দিনে ভিড় জমিয়েছেন বহু মানুষ। শুধু জলপাইগুড়ি শহর নয়, শহর সংলগ্ন ধাপগঞ্জ, ঘুঘুডাঙ্গা, মন্ডলঘাট, বেরুবাড়ি, মোহিতনগর, রাজগঞ্জ থেকেও ভিড় জমিয়েছেন বহু মানুষ।
রেকর্ড সংখ্যক মানুষ ভিড় জমিয়েছেন জলপাইগুড়ি তিস্তা উদ্যানেও। বনদপ্তরের ঘোষণা অনুযায়ী আজ থেকে তিস্তা উদ্যান বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার কথা। সেই প্রক্রিয়ায় যাতে বনদপ্তর যেতে না পারে তার জন্য গত দুদিন আগে গঠিত জলপাইগুড়ি উদ্যান ও পরিবেশ বাঁচাও মঞ্চের পক্ষ থেকে গলায় পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ ও পার্কে আগত শিশু ও তাঁদের পরিবারের সদস্যদের থেকে সই সংগ্রহ করা হয়। পরিবেশ বাঁচাও মঞ্চের সদস্যরা মানুষের ভিড়ে ঠাসা তিস্তা উদ্যানের গেটে দাঁড়িয়ে আহ্বান জানান যে, আজ থেকে তিস্তা উদ্যান বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য দেওয়ার কথা। এরপর থেকে আপনার শিশুরা এই উদ্যানে আর খেলতে পারবে না। উদ্যানে বিয়ে বাড়ি সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হবে, চলবে পার্টি-মচ্ছব, আপনার শিশু খেলার জায়গা হারাবে। মঞ্চের সদস্য সৌভিক কুন্ডা জানান, জলপাইগুড়ির সংস্কৃতিপ্রেমী মানুষ কখনোই শিশুদের খেলার পার্ককে বাণিজ্যিকীকরণ হতে দেবেন না।
প্রসঙ্গত উল্লেখ্য, গত নভেম্বর মাসে বনদপ্তরের উদ্যান কানন শাখার ডিভিশনাল ফরেস্ট অফিসার জলপাইগুড়িতে এসে ঘোষণা করেন, আগামীতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তিস্তা উদ্যান মালবাজার পার্ক, রায়গঞ্জ ও কোচবিহারের পার্কগুলি ভাড়া দেওয়া হবে।
এরপর থেকেই বিরোধিতা শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে। প্রতিবাদে পথে নামেন বহু মানুষ। রবিবার ১লা জানুয়ারি বছরের শুরুর দিনে তিস্তা উদ্যানের বিপুল মানুষের সমাহার যেন আরও একবার বন দপ্তরের উদ্যান বিভাগকে জানান দিল, পার্ক তাঁদের বাচ্চাদের খেলার জন্যই প্রয়োজন। বিয়ে বাড়ি, সামাজিক অনুষ্ঠান, মচ্ছব করার জন্য অন্য জায়গা খুঁজে নিক সরকার।
