শিলচর: আর্থিকভাবে অস্বচ্ছল থাকায় মামলার পথে যেতে পারল না জয়দীপ রায়ের পরিবার। আজ শিলচর ন্যাশনাল আউটপোস্টে মামলা দায়ের করতে এসেও মামলার পথে হাঁটলেন না জয়দীপের মা জনি রায় ও বড় ভাই রূপম রায়। জয়দীপের মা ও ভাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কালাইন থেকে শিলচরে এসে মামলা লড়ার সামর্থ্য নেই তাঁদের। তাই তাঁরা মামলার পথে হাঁটছেন না। মেয়ের প্রতি তাঁদের পরামর্শ— এভাবে যেন প্রেম করে কাউকে তিনি আর প্রতারিত না করেন। মেয়ের বাবাকে উদ্দেশ্য করে রূপম ও তাঁর মা বলেছেন— এভাবে যেন তাঁরা আর কোনও মায়ের বুক উজাড় না করেন।
previous post
next post