সংবাদ কলকাতা: এবার তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই করবে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। এই উদ্যোগের সূত্রপাত ঘটেছিল ২০২১ এর বিধানসভা নির্বাচনে। বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের তৃণমূল নেতাদের আতস কাচের নীচে রেখে সমীক্ষা করেছিল আইপ্যাক। এর ফলে বহু বর্ষীয়ান নেতা টিকিট পাওয়া থেকে বঞ্চিত হয়। মানুষের কাছে গ্রহণযোগ্যতার বিচারে দেওয়া হয়েছিল বিধানসভা নির্বাচনের টিকিট।
আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশান্ত কিশোরের সংস্থার উপর। সংস্থার তরফে সমীক্ষা করে স্বচ্ছ ভাবমূর্তিযুক্ত ব্যক্তিকেই পঞ্চায়েত নির্বাচনের টিকিট দেওয়া হবে। এর ফলে বঞ্চিত হতে পারেন বহু মানুষ। যাঁরা প্রার্থী হওয়ার যোগ্য বা গত পঞ্চায়েতে অনেকে নির্বাচিত প্রার্থী।
উল্লেখ্য, ইতিমধ্যে আবাস যোজনা নিয়ে প্রতিটি পঞ্চায়েতস্তরে বর্তমান রাজ্য সরকার কিছুটা ব্যাকফুটে। এমতাবস্থায় রাজ্য সরকারের তরফে যে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকা থেকে অনেকেই বাদ যেতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অনেকে।