জলপাইগুড়ি, ৩১শে জানুয়ারি: আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সি পি আই (এম) এর ডাকে বি ডি ও অফিস অভিযানে পুলিশের বর্বরোচিত আক্রমণ, মহিলাদের ওপর পুরুষ পুলিশের নির্বিচারে লাঠিচার্জ সহ পার্টি অফিস থেকে টেনে হিঁচড়ে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হয় পার্টির জেলা সম্পাদক নিরজ্ঞন সিহি সহ সি পি আই (এম) কর্মী সমর্থকদের। ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি জেলা সিপিআই (এম) কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করেন পার্টি নেতৃবৃন্দ।
জলপাইগুড়ি জেলা পার্টি দপ্তর সুবোধ সেন ভবন থেকে মিছিল শুরু হয়ে ডি বি সি রোড, মার্চেন্ট রোড, কামারপাড়া, কদমতলা ঘুরে জেলা পার্টি কার্যালয় এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন পার্টির জেলা সম্পাদক সলিল আচার্য, জেলা সম্পাদকমন্ডলী সদস্য কৌশিক ভট্টাচার্য, পার্টির সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল, পার্টি নেতার শক্তি গোস্বামী বিপ্লব ঝা সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দ। মিছিল শেষে রাজ্যজুড়ে আবাস যোজনার ঘর চুরি এবং গরিব মানুষের অধিকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৃণমূল কর্মীদের মধ্যে বিলিবন্টনের ব্যবস্থার প্রতিবাদ জানান পার্টি নেতা বিপুল সান্যাল।
রাজ্যজুড়ে আবাস যোজনার ঘর চুরি এবং ঘর চোরদের বিরুদ্ধে আন্দোলনে পুলিশি আক্রমণের মুখে পড়া নন্দকুমারের পার্টি নেতৃবৃন্দ ও পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদকসহ পার্টি নেতৃবৃন্দের উপর নির্লজ্জ পুলিশি আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ সভা আগামী ২রা জানুয়ারি কদমতলা মোড়ে সংগঠিত হবে বলে জানান পার্টির জেলা সম্পাদক সলিল আচার্য।
previous post