দার্জিলিং: বুধবার থেকে শুরু হল দার্জিলিং পর্যটন উৎসব। চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। জিটিএ ও রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে এই পর্যটন উৎসবের আয়োজন করা হয়েছে। মূলত দার্জিলিংকে পর্যটন মানচিত্রে শীর্ষে আনার ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দার্জিলিংয়ের চৌরাস্তায় পর্যটন উৎসবের আয়োজন করা হয়েছে। এমনিতেই বর্ষবরণের প্রাক্কালে দার্জিলিং-এ পর্যটকদের ঢল রয়েছে। তার উপর এই পর্যটন উৎসবকে কেন্দ্র করে জমজমাট দার্জিলিং।
এই উৎসবের মূল আকর্ষণ স্থানীয় শিল্পীদের দ্বারা আয়োজিত ব্যান্ডের গান। এছাড়া থাকবে ডগ শো, বেবি শো। এখানেই শেষ নয়। চার দিন প্রতি সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক জলসা। মূলত পর্যটকদের জন্যই এই পর্যটন উৎসবের আয়োজন। যাতে পর্যটকরা বর্ষবরণের আনন্দের সাথে সাথে বাড়তি আনন্দ লাভ করতে পারেন। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কনকনে ঠান্ডার মধ্যেও এই উৎসব যে জনপ্রিয় হবে এমনটাই আশা করা যাচ্ছে।
previous post