April 19, 2025
রাজ্য

এবার থেকে ১০০ দিনের কাজে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক

সংবাদ কলকাতা: দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ দিনের কাজ নিয়ে বিস্তর অনিয়মের অভিযোগ। বাংলার বুকেও সেই অভিযোগ নেহাতই কম নয়। কোথাও হাজিরা না দিয়ে অথবা কোথাও কাজ না করেও খাতায় কলমে কাজ দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার মত গুরুতর অভিযোগ উঠেছে। সেই অভিযোগের জেরেই মাঝপথে ১০০ দিনের কাজের টাকা আটকে দিয়েছিল কেন্দ্র সরকার। যদিও বছরের শেষে পাওনা টাকা মিটিয়ে দিয়েছে রাজ্য সরকারকে।
কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক এবার কড়া নির্দেশিকা জারি করে বলেছে, ১ জানুয়ারি থেকে বায়োমেট্রিক ছাড়া কোনও উপস্থিতি গ্রাহ্য হবে না। খাতায় কলমে হাজিরাকে কোনওভাবেই অনুমোদন দেবে না কেন্দ্র সরকার।
সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে ন্যাশনাল মোবাইল মনিটারিং সিস্টেম নামে একটি অ্যাপ চালু করে বলা হয়েছে, এবার থেকে প্রত্যেক শ্রমিককে এই অ্যাপের সাহায্যে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে হাজিরা নির্ণয় করা হবে। অন্যথা শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হবেন।

Related posts

Leave a Comment