22 C
Kolkata
December 25, 2024
দেশ

পুণ্যের দাম ১০ টাকা! অন্যের হয়ে ডুব মারছেন ব্যক্তি, ভাইরাল ভিডিও

সংবাদ কলকাতা: ১০ টাকার বিনিময়ে অন্যের হয়ে পুণ্য স্নান। ব্যাপারটা উল্টো ভাবলে এই রকম, পুণ্যস্নানে গিয়ে ঠাণ্ডায় জলে নেমে ডুব দেওয়ার পরিবর্তে অন্য একজনকে দিয়ে প্রক্সি দেওয়া। বিশ্বাস জলে না নেমে এভাবেই পুণ্য লাভ হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি অন্যের হয়ে পুণ্যের প্রক্সি দিচ্ছেন। আর তার বিনিময়ে পাচ্ছেন ১০ টাকা।

ইতিমধ্যেই ভারতের অধিকাংশ জায়গায় জাঁকিয়ে পড়েছে শীত। ঠিক এই সময় পুণ্যার্জনের চেষ্টায় বহু মন্দিরে হাজির হচ্ছেন পুণ্যার্থীরা। এর অধিকাংশ মন্দিরই নদীর পাড়ে। আর সেখানে রয়েছে স্থানীয় মানুষ। যারা অন্যের হয়ে ঠান্ডা জলে ডুব মেরে দেবেন। তার বিনিময়ে ১০ টাকা নেবেন।

তাঁরা চিৎকার করে বলছেন, ‘ভাই-বোনেরা আসুন। আপনাদের নামের ডুব আমি দেব। এই ঠান্ডার মরশুমে যদি আপনার ডুব দিতে মন না চায়, যদি স্নান করতে না চান, তাহলে আপনাদের নাম বলুন, রসিদ কাটুন— আপনাদের নামের ডুব আমি মেরে দেব। আপনাদের নামের পুণ্য আপনারাই পাবেন। পরিবর্তে আপনি যে ১০ টাকা দেবেন, সেটা আমি পাব। আসুন আসুন আসুন! ১০ টাকায় ডুব দেওয়া করান’।

Related posts

Leave a Comment