23 C
Kolkata
December 23, 2024
Featured

বড়দিন ও নিউ ইয়ারে বাড়তি টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত হিমালয়ান রেলওয়ের

সামনেই নিউইয়ার ও বড়দিন। সেই কারণে পর্যটকদের কথা মাথায় রেখে হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কয়েকটি বাড়তি টয় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ২৩,২৪,২৫,২৬,৩০,৩১ ডিসেম্বর ও ১,২ জানুয়ারি শিলিগুড়ি জংশন স্টেশন থেকে শুকনা পর্যন্ত চলবে এই বাড়তি টয়ট্রেন। বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে শিলিগুড়ি জংশন থেকে শুকনার উদ্দেশ্যে রওনা হবে। সেখানে পৌঁছাবে ৬টা দশ মিনিটে। কুড়ি মিনিটের বিরতি থাকবে। সেই সময় পর্যটকরা সেলফি তুলতে পারবেন। এই সময় টিফিনের ব্যবস্থা থাকবে। আবার সাড়ে ছটার সময় শুকনা থেকে ছাড়বে টয়ট্রেন। শিলিগুড়ি জংশনে পৌঁছবে সাড়ে সাতটায়। ভাড়াটা নেহাত কম নয়, ১০০০ টাকার উপরে রয়েছে। অপরদিকে বর্তমানে দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত মোট ৮টি ট্রয় ট্রেন চলছে। নিউ ইয়ার ও বড়দিনের কথা মাথায় রেখে আরো অতিরিক্ত ৪টি টয়ট্রেন চালানো হবে।

Related posts

Leave a Comment