আগ্রা: দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষিত তাজমহল। প্রেমের নির্দশন হিসাবে পরিচিত তাজমহল থেকে এবার কর চেয়ে নোটিশ ধরালো উত্তরপ্রদেশের যোগী সরকার। বিষয়টি সামনে আসছেই। শুরু হয়েছে হৈচৈ।
জানা গিয়েছে, তাজমহলের থেকে সম্পত্তি কর ও জলের বিল বাবদ মোট এক কোটি টাকা বকেয়া চেয়ে এএসআইকে চিঠি দিয়েছে যোগী সরকার। তবে তালিকায় শুধুই তাজমহল নয়, রয়েছে আগ্রা কেল্লাও।
উল্লেখ্য, মনুমেন্ট ও স্থাপত্যের ক্ষেত্রে কোনও সম্পত্তি কর কিংবা জমির খাজনা দিতে হয় না। আর তাজমহলকে জলের জন্য বিল পাঠানো সম্পূর্ণ অবৈধ। কারণ তাজমহলে কোনও জলের সংযোগ নেই। যা বাণিজ্যিক কারণে ব্যবহার করা হয়।
তবে নোটিশ পাঠানো নিয়ে সাফাই দিয়েছেন এক এএসআই কর্তা। তিনি বলেন, এটা ভুলবশত তাঁদের কাছে পাঠানো হয়েছে। আর এই বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশের সরকারের সঙ্গে আলোচনা করা হবে। যদিও ওই এএসআই কর্তা স্বীকার করে নিয়েছেন, তাজমহলের ক্ষেত্রে আমরা দুটি নোটিস পেয়েছি। প্রথমটি সম্পত্তি কর ও দ্বিতীয়টি জল বাবদ বিল।
previous post