30 C
Kolkata
August 3, 2025
দেশ

আসাম পুরকর্মচারী ফেডারেশনের ডাকে রাজ্যজুড়ে পুরকর্মচারীদের সর্বাত্মক ধর্মঘট

শিলচর: সারা আসাম পুরকর্মচারী ফেডারেশনের ডাকে রাজ্যজুড়ে পুরকর্মচারীদের সর্বাত্মক ধর্মঘট চলছে। সারা রাজ্যের সঙ্গে এই আন্দোলন কর্মসূচি শিলচরেও পালন করা হয়। এদিন শিলচর পুরসভার ক্যাম্পাসে শতাধিক কর্মচারী তাদের দাবি আদায়ে সোচ্চার হন। বিভিন্ন স্লোগান দিয়ে সমগ্র এলাকা উত্তাল করে তোলেন তাঁরা।

১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর রাজ্যজুড়ে পুরকর্মচারীরা ৩ দিনের সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। তাঁদের দাবিগুলো হল-পুরকৰ্মচারীদের ৬ মাস থেকে ৩৭ মাস পর্যন্ত বেতন প্রদান,
প্রতি মাসের শেষে পুরকর্মচারীদের বেতন প্রদান,
আসাম পুরকর্মচারী আইন ২০২১ সাল অনুযায়ী চাকরি সরকারিকরণ,
পুরসভায় কর্মরত হরিজন, সাফাইকর্মী , ফিক্সড পে কর্মীদের চাকরি স্থায়ীকরণ ও নিয়মিত বেতন প্রদান,
পুরসভায় স্টাফিং পের্টানের অধিসূচনা জারি,
অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া প্রদান ইত্যাদির দাবিতে কর্মচারীরা ধর্মঘটে শামিল হন।

Related posts

Leave a Comment