20 C
Kolkata
January 12, 2025
কলকাতা

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে মিঠুনের নাম নিয়ে মুখ খুললেন চিরঞ্জিত

সংবাদ কলকাতা: তরজা শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের (Kolkata International Film Festival 2022) অনুষ্ঠান নিয়ে। আমন্ত্রিতদের তালিকায় নাম নেই বাংলার সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর ইন্দোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল উৎসব। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুক খান। এছাড়া উপস্থিত ছিলেন মহেশ ভাট, জয়া বচ্চন, রানী মুখার্জি, শত্রুঘ্ন সিনহা, কুমার শানু, ছাড়া আরও অনেকেই। বহু তারকার উপস্থিতি সত্ত্বেও দেখা মেলেনি মিঠুন চক্রবর্তীর। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক শিবির। রাজ্য সরকারকে আক্রমণ করতে ছাড়েননি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি টুইট করে লেখেন, ”KIFF অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ মিঠুন চক্রবর্তীকে ছাড়া অসম্পূর্ণ। অন্য রাজ্যে সুপারস্টারদের ডেকে উদ্বোধনী মঞ্চ ভরানো হল, সেখানে নিজের রাজ্যের তারকাদের ব্রাত্য রাখা হল কেন? শিল্পের ক্ষেত্রে রাজনীতিকে দূরে রাখা উচিত।”

এবার সেই বিষয়ে মুখ খুললেন বারাসাতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মিঠুন চক্রবর্তীকে না ডাকার পেছনে অবশ্যই রয়েছে রাজনৈতিক কারণ। তিনি বিগত দিনে তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত কথা বলেছেন। কার্যত রাজনৈতিক প্রতিহিংসার কথাই তিনি তুলে ধরেছেন বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। চিরঞ্জিত যেভাবে সরকারের ভিতরের আসল সত্য প্রকাশ্যে আনলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অনেকে মনে করেন, চিরঞ্জিতের এই মন্তব্যের মধ্যে দিয়ে সরকারের মুখোশ খুলে গেল।

Related posts

Leave a Comment