সংকল্প দে, সংবাদ কলকাতা: কাতারের বুকে স্বপ্ন গাথা তৈরি করল মেসির আর্জেন্টিনা। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ ফুটবল জিতে নিল আর্জেন্টিনা। ৩৬ বছর পর আবার বিশ্বকাপ ফুটবল জয় করার কৃতিত্ব অর্জন করল আর্জেন্টিনা।
এদিন ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা ছন্দে ছিল। ম্যাচের ৩১ মিনিটের মধ্যেই দুটো গোল করে দেয় মেসির দল। একটি করেন মেসি, অপরটি ডি মারিয়া। এরপর আক্রমণের ঝাঁঝে বিপর্যস্ত হয়ে পড়ে ফ্রান্সের ডিফেন্স। ম্যাচের ৭৮ মিনিটে একটি গোল শোধ করে ফ্রান্স। গোল করেন কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে। এর কিছুক্ষণের মধ্যে আবার আরেকটি দুর্ধর্ষ গোল করে সমতা ফেরান এমবাপে।
ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে আবার গোল করে ৩-২ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে আজ এমবাপে ছিলেন স্বপ্নের উড়ানে। ম্যাচের ১১৮ মিনিটে দুর্দান্ত গোল করে সমতা ফেরায় ফ্রান্স এমবাপের গোলে। কিন্তু আর্জেন্টিনার দিন থাকলে তাঁকে আটকানো যে অসম্ভব। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে কাতারের বুকে ইতিহাস সৃষ্টি করল মেসির আর্জেন্টিনা।
previous post