25 C
Kolkata
November 3, 2025
জেলা

ফের কয়লা পাচার রুখল দুবরাজপুর থানার পুলিশ

প্রিয়াশ্রী খাঙ্গার ও সংকল্প দে: আবারও কয়লা পাচার রুখল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধভাবে কয়লা পাচার করছে পাচারকারীরা। তবে তাঁদের সেই কৌশল বানচাল করে দিচ্ছে বীরভূম জেলা পুলিশ। গতকাল বুধবার রাত্রে দুবরাজপুর থানা এলাকার পানাগড় দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে একটি কয়লা বোঝাই লরি আটক করে দুবরাজপুর থানার পুলিশ। তখন পুলিশকে দেখতে পেয়ে ঐ লরির চালক ও খালাসি চম্পট দেয়।

সূত্রের খবর, কয়লা বোঝাই লরিটি ইলামবাজারের দিক থেকে সিউড়ির দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ টহল দিচ্ছিল পানাগড় ও দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে। ঐ লরিটিকে দেখে সন্দেহ হয় পুলিশের। তার আগেই লরি ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসি। আটক করা হয় লরিটিকে। লরিতে মজুত করা ২৫ টন কয়লা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা। সেই অবৈধ কয়লাগুলো কোথা থেকে নিয়ে আসছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত শুরু করছে দুবরাজপুর থানার পুলিশ।

Related posts

Leave a Comment